
দেবহাটা প্রতিনিধি: জলাবদ্ধতা নিরাসনের লক্ষে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ভিন্ন এলাকা পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১ টায় এ পরিদর্শনে যান তিনি। এসময় উপজেলার নাংলা, নওয়াপড়া, ছুটিপুর সহ আশে পাশের এলাকা পরিদর্শন করেন তিনি। জলাবদ্ধতার কারণ জানতে সরাসরি পানির মধ্যে নেমে পড়েন তিনি। জলমগ্ন এলাকার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দূর্ভোগের কথা শোনেন। পরে অপরিকল্পিত মৎস্যঘেরের বিষয়ে ঘের মালিকদের সাথে কথা বলেন তিনি। একই সাথে স্থায়ী সমাধানের উপায় বের করতে ওই মৌজার ম্যাপ সহ কাগজপত্র যাচাই করার সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী অফিসার। এদিকে উপজেলা নির্বাহী অফিসারের এমন ভূমিকা দেখে স্থানীয়রা ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জল, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম, জামায়াত নেতা রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ বলেন, নওয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার খবর শুনে সরেজমিনে পরিদর্শনে যায়। সেখানে গিয়ে সাধারণ মানুষের দূর্ভোগ ও প্রকৃত সমস্যা খুঁজে বের করার চেষ্টা করি। স্থানীয়দের সাথে কথা বলে আশা করি খুব দ্রুত জলাবদ্ধতা নিরাসনে কার্যকরী ভূমিকা নেওয়া হবে।