নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় এক চাষীর বেগুন গাছ কেটে উজাড় করে দিয়েছে কে বা কারা। নওয়াপাড়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান সনৎ সেনগুপ্তের ছেলে কৌশিক সেনগুপ্তের প্রায় ১ বিঘা জমি লিজ নিয়ে বিভিন্ন সবজির চাষাবাদ করেন উপজেলার কামটা গ্রামের সুবহান গাজীর ছেলে আব্দুল গফুর গাজী ।
চলতি মৌসুমেও গফুর গাজী এবং তার স্ত্রী মিলে বিভিন্ন সমিতির ঋণ নিয়ে আবাদ করেন বেগুন, ফুল কপি, বাধা কপিসহ বিভিন্ন প্রজাতির সবজি। বেগুনের বেচা-কেনা শুরু প্রায়। গত ৫দিন আগে প্রথম বেগুন বিক্রয় করেন চাষি গফুর। এরই মাঝে সকল আশা নিরাশ করে শুক্রবার রাতের আধারে প্রায় সব বেগুন গাছ গোড়া থেকে কেটে দিয়েছে কে বা কারা। শনিবার সকালে চাষি গফুর দম্পতি সবজি খেতে এসে এ দৃর্শ্য দেখে কান্নায় ভেঙে পড়েন।
চাষি আব্দুল গফুর বলেন, কোন রকমে হারি নিয়ে এই জমিটি চাষাবাদ করে সংসার চালাই। যারা আমার এ ক্ষতি করেছে তাদের বিচার চাই। সাথে সাথে আমি যাতে নতুন করে চাষাবাদ শুরু করতে পারি তার জন্য সংশ্লিষ্ঠ অধিদপ্তরসহ সকলের সহযোগিতা কামনা করি।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল ও মোনায়েম হোসেন জানান, এটা খুবই দুঃখজনক ঘটনা। মানুষ হয়ে মানুষের এতো বড় ক্ষতি করা উচিৎ না।
দেবহাটায় চাষীর বেগুন গাছ কেটে সাবাড়
পূর্ববর্তী পোস্ট