দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গ্রীন স্কুল বাস্তবায়ন কার্যক্রমের আওতায় সিভিএর যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) খেজুরবাড়িয়া ইছামতি টেকনিক্যাল কলেজ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের বাস্তাবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সুবর্ণাবাদ সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, টাউনশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা বেগম, ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, শিক্ষক সোহেল রানা, সাদিকুল ইসলাম প্রমুখ। সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার শরিফুজ্জামান, সিডিও নিলাদ্রী বিশ্বাস, আসাদুজ্জামান রিপনসহ সিভিএ, সিএসও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় বক্তরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুল ও ফলের বাগান তৈরী করা। বিদ্যালয়ে স্বাস্থ্য, পুষ্টি বিষয়ক বোর্ড স্থাপন, ডিজিটাল বোর্ড স্থাপন, সুপেও পানি সরবাহ, হাইজিং কর্ণার, খেলার সামগ্রী, স্বাস্থ্য সামগ্রী, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন, মাদক প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। একই সাথে এসব কাজ কার মাধ্যমে বাস্তবায়ন করা হবে তা নিয়ে আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা তৈরী করা হয়।