
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে জলবায়ু সচেতনতা ও পদক্ষেপ স্থানীয় স্টেকহোল্ডারগণের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত। ব্রেকিং দ্য সাইলেন্সের জেলা প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ বেতারের ফারুক মাহাবুব রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, ইউপি সদস্য নজরুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি ফিরোজ শাহ আলম প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আহম্মেদ তাহমীর সিদ্দিকী, সখিপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, দেবহাটা সদস ইউপি প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, ইউপি সদস্য অসিম ঘোষ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের মুলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্সের দেবহাটা উপজেলা কো-অডিনেটর সোহেল মাহমুদ।

