
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কমার নাথ, সহকারী পরিচালক রোকনুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা। কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রাম সমিতির নেতৃবৃন্দ অংশ নেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ক্ষুদ্রঋণে সার্ভিস চার্জ ছাড়া কোন প্রকার সুদ দেওয়া হয় না। সার্ভিস চার্জের টাকা প্রতি গ্রাম কমিটির সদস্যদের নামে জমা হয়। তিনি আরো বলেন, এই টাকা ঋণ নিয়ে আপনারা ব্যবসার কাজে লাগাবেন। এই টাকা পেয়ে গাড়ি, বাড়ি অথবা স্বর্ণের অলোংকার তৈরী করেন। তাহলে সরকারের উদ্দেশ্য সফল হবে না।