নিজস্ব প্রতিবেদক, দেবহাটা:
দেবহাটায় ক্রয়কৃত সম্পত্তির দখল নিয়ে তালবাহানা করছে নুরুজ্জামান বাবু নামে এক ব্যক্তি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী উপজেলার গরানবাড়িয়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী সালমা খাতুন।
অভিযোগ সুত্রে জানা যায়, গরানবাড়িয়া গ্রামের মনিরুলের স্ত্রী সালমা খাতুন একই গ্রামের নুরুজ্জামান বাবুর পিতার নিকট হতে গত ২০১৮ সালের ৬ জুন ১০৪৯ নং কোবলা দলিলে .০০৬০ একর এবং স্থানীয় সৈয়দ আলী বিশ্বাসের ওয়ারেশ গনের নিকট হতে ২০২১,২১৫৯,৫৫৯ নং দলীলে ০.০১৯৬ একর সর্বমোট ৪ দলিলে ০.০২৫৬ একর জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিল।
সম্প্রতি ঐ জমির সিমানা নিয়ে নুরুরজ্জামান বাবু বিভিন্ন তালবাহান করছে বলে অভিযোগ সালমা খাতুনের। তাছাড়া বাবুকে জমির সঠিক সিমানা নির্ধারন করার কথা বললে, সে গালি-গালাজসহ বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করছে বলেও অভিযোগে উল্লেখ করেছে ভুক্তভোগি সালমা খাতুন।