লিটন ঘোষ বাপি: কিশোরকন্ঠ পড়বো জীবনটাকে গড়বো এই প্রতিপাদ্যে কিশোরকন্ঠ ফাউন্ডেশন দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে কিশোরকন্ঠ মেধা যাচাইয়ের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিশোরকন্ঠ ফাউন্ডেশন দেবহাটা উপজেলা শাখার সার্বিক সহযোগীতায় এবং কিশোরকন্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত এ পরীক্ষায় ৪র্থ থেকে ১০ম শ্রেনীর মোট ২৭২ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
কিশোরকন্ঠ ফাউন্ডেশনের দেবহাটা উপজেলা শাখার চেয়ারম্যান আবু সাঈদ বলেন, বাংলাদেশের বহুল পঠিত শিশু কিশোর মাসিক পত্রিকাটি হলো কিশোরকন্ঠ। এবারের কিশোরকন্ঠ ফাউন্ডেশন দেবহাটা উপজেলা শাখার আয়োজনে মনোরম পরিবেশ ২৭২ জন পরিক্ষার্থী পরিক্ষায় রেজিষ্ট্রেশন করেন। এই পরিক্ষা অংশগ্রহনকারী পরিক্ষার্থী,অভিভাবক ও আমন্ত্রিত মেহেমানদেরকে মোবারকবাদ জানাচ্ছি।
কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উপজেলা সচিব রোকনুজ্জামান বলেন, এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরে পরীক্ষা হয়েছে, শিক্ষার্থীদের মোট নাম্বারের উপর ভিত্তি করে দুইটা গ্রেডে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি দেওয়া হবে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শক হিসেবে কেন্দ্র গুলো পরিদর্শন করেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের জেলা ভাইস চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম, আব্দুস সামাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান, সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী।
পরিক্ষা নিয়ন্ত্রক কিশোর কন্ঠ ফাউন্ডেশনের জেলা চেয়ারম্যান মো. জুবায়ের হোসেন, উপজেলা সচিব রোকনুজ্জামান রোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক প্রমূখ।