
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় কাপল কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের সখিপুর শাখার আয়োজনে রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের মিলনায়তনে RMTP)এর নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ উপ-প্রকল্পের আওতায় পারিবারিক ও আয় মূলক কাজে সম-অংশগ্রহন বিষয়ে অনুষ্ঠিত কাপল কাউন্সিলিং সেশনে উপস্থিত ছিলেন RMTP-NGF এর মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার ইউসুফ আলী, এনজিএফ সখিপুর শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, RMPT এর দেবহাটা এরিয়ার সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর আরিফুল ইসলাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সেশনের প্রকল্পের সুবিধাভোগী কাপলরা অংশগ্রহন করেন। সেশনের মাধ্যমে পরিবারে স্বামী-স্ত্রী একে অপরের সহযোগী হিসেবে কাজে সহায়তা করা, সঞ্চয়, সম্পদ, ভবিষ্যৎ পরিকল্পনা, সন্তানদের শিক্ষা গ্রহণে ইত্যাদি ক্ষেত্রে সম-অংশগ্রহণ বিষয়ে নানাবিধ আলোচনা করা হয়। উল্লেখ্য যে, নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন RMTP প্রজেক্টের মাধ্যমে অত্র অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তা ও মৎস্য চাষীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রজেক্টের আর্থিক ও কারিগরি সহায়তায় রয়েছে পিকেএসএফ, ইফাদ ও ড্যানিডা।