স্টাফ রিপোর্টার: দেবহাটায় উপজেলা কৃষকদলের সমাবেশ সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে উপজেলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দেবহাটার সখিপুর সাইক্লোন সেন্টারে সোমবার ৯ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম (শফি)। প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও সহ জলবায়ু বিষয়ক সম্পাদক এড. মাহমুদুল আলম শাহিন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল। দেবহাটা উপজেলা কৃষকদলের সদস্য সচিব সফিকুল ইসলাম খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোনাজাত গাজী, উপজেলা শ্রমিকদলের সভাপতি বিকাশ সরকার, সখিপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাবুল গাজী, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার গাইন, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম মোল্লা, কৃষকদলের জুল কবিরাজ, রবিউল ইসলাম, জান্নাত আলী, জাকির হোসেন, মিনু রহমান, মোশাররফ হোসেন মধু, আজিজ মোল্লা, আইয়ুব হোসেন, রফিকুল ইসলাম রফিক, ৫ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম মনু, মুকুল হোসেন, কাসেদ আলী (পাড়) প্রমুখ। সভায় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।