
স্টাফ রিপোর্টার: দেবহাটায় আওয়ামী সংশ্লিষ্ঠতার অভিযোগে পাঁচ ইউপি সদস্য ও এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার ও সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইউপি সদস্যরা হলেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল (৪২), নূর হোসেন (৪০), মাহবুবুর রহমান বাবলু (৪৫), কামাল হোসেন (৩৪) ও শরিফুল ইসলাম (৪৫)। এছাড়া কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি আমির হোসেন মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, স্থানীয়দের চাপের মুখে ৫জন ইউপি সদস্য ও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য যে, ইউপি সদস্যরা বিগত সরকারের শাসনামলে এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত থাকায় জনসাধারন তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন। সোমবার দুপুরে তারা ইউনিয়ন পরিষদে অবস্থান করা কালে স্থানীয়া তাদেরকে আটকে পুলিশের কাছে সোপর্দ করে।