দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার ৪ টি ইউনিয়ন জামায়াতের আমীরগণের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াত অফিস কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত আমীরগণের শপথ বাক্য পাঠ করান উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। নির্বাচিতরা হলেন, ১নং কুলিয়া ইউনিয়ন মাওলানা আব্দুল গফফার, ২নং পারুলিয়া ইউনিয়ন সোহরাব হোসেন, ৩নং সখিপুর ইউনিয়ন ইয়াকুব আলী সরদার, ৫নং দেবহাটা সদর ইউনিয়ন আবুল হোসেন। এ শপথ অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুর গফুর সরদার, সোলাইমান হোসেন, ইসরাইল আশেকে মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা সামছুল আরিফ, জিয়াউর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিট সদস্য নুর মোহাম্মদ সরদার, সোলাইমান নদভী, ফিরোজ আলম, মাওলানা আবু ইউসুফ, মাছুম খান চৌধুরী প্রমুখ।