লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:
"ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। বুধবার (৮ মার্চ) উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেষ্ট ও ব্র্যাক এর সহযোগিতায় দিবসটি পালিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সফিউল বশার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনায় নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয় বিশেষ করে নারী ও কন্যা শিশুদের অধিকার এবং জেন্ডার বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আলোচনা করা হয়।