
আহাদুর রহমান জনি/আইয়ুব হোসেন রানা: চোখের চিকিৎসা সেবায় দৃষ্টি আই হসাপতাল সাধারণ মানুষের সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করি। শুধু উন্নত ব্যবস্থাপনা নয়, সঠিক চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে দৃষ্টি আই হসপিটাল লিমিটেডের উদ্বোধন ঘোষণা করে কথাগুলো বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক।

ফিতা কেটে আই হসপিটালের উদ্বোধন করছেন বিশেষ অতিথি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাতক্ষীরা বিএম এর সাধারণ সম্পাদক ডাঃ মো. মনোয়ার হোসেন, দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা লিমিটেডের চেয়ারম্যান চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডাঃ ছিদ্দিকুর রহমান সহ অতিথিবৃন্দ।

দৃষ্টি আই হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
সাতক্ষীরা ও পাশ্ববর্তী অঞ্চলের মানুষের চোখের অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষে দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের নারিকেলতলা মোড় এলাকায় হসপিটালের নিজস্ব ভবনে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে প্রধান অতিথি ডাঃ রুহুল হক আরও বলেন, ‘উন্নত চিকিৎসাসেবায় প্রাইভেট হাসপাতালের গুরুত্ব অপরসীম। বর্তমান সময়ে প্রাইভেট হাসপাতালের ডাক্তাররাও অসহায় দুস্থ মানুষের সেবায় কাজ করছে। চক্ষু হাসপাতালটি সাতক্ষীরার মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিবে।

দৃষ্টি আই হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাতক্ষীরা বিএম এর সাধারণ সম্পাদক ডাঃ মো. মনোয়ার হোসেন।
প্রতিষ্ঠানটির পরিচালকসহ সেবা দানকারীদের সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে।’ তিনি চক্ষু হাসপাতালটির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।
দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা লিমিটেডের চেয়ারম্যান চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডাঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, শিশু বিশেষজ্ঞ ও বি,এম,এ সাতক্ষীরার সভাপতি ডাঃ এ কে এম আজিজুর রহমান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাতক্ষীরা বিএম এর সাধারণ সম্পাদক ডাঃ মো. মনোয়ার হোসেন, সিভিল সার্জন সাতক্ষীরা ডাঃ মো সবিজুর রহমান।

দৃষ্টি আই হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা লিমিটেডের চেয়ারম্যান চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডাঃ ছিদ্দিকুর রহমান।
স্বাগত বক্তব্যে দৃষ্টি আই হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘সাতক্ষীরাসহ পাশ্ববর্তী অঞ্চলের সকল মানুষের চোখের অত্যাধুনিক সেবা প্রদানের লক্ষে এই হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বেসরকারী এই হাসপাতালে সাধারন মানুষের পাশাপাশি গরীব ও অসহায় মানুষকে সেবা প্রদান করতে হবে। যাতে তারা এখানে কম খরচে সঠিক সেবা পান সেটাও লক্ষ্য রাখতে হবে।

দৃষ্টি আই হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডাঃ মীর আশরাফুল কবীর।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি’র বক্তব্যে দৃষ্টি আই হসপিটালের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান বলেন, স্বল্প খরচে উন্নতমানের চোখের সেবা দিতে দৃষ্টি আই হসপিটাল বদ্ধপরিকর। মাত্র ১০০ টাকার বিনিময়ে এবিবিএস ডাক্তারের মাধ্যমে রোগী দেখা হবে। এখানে আমরা বিনিয়োগ করেছি ব্যবসা করার জন্য নয়, সেবা দেয়ার জন্য। যে সব রোগীরা পার্শ্ববর্তী দেশে গিয়ে দেশের অর্থ খরচ করে আসে সেটা আমরা ঠেকিয়ে দিতে চাই। তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বলেন, ছোট খাটো ভুলত্রুটি হতেই পারে। সে ক্ষেত্রে আমাদের ভুলগুলো ধরিয়ে দিলে আমরা খুশি হব। তিনি আশা প্রকাশ করে বলেন, শুধু বাংলাদেশ নয় এখানে ভারত থেকেও রোগী চিকিৎসা নিতে আসবে ইনশাল্লাহ।

দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের একাংশ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাতক্ষীরা বিএম এর সাধারণ সম্পাদক ডাঃ মো. মনোয়ার হোসেন বলেন, ‘চক্ষু রোগীদের এখন আর ঢাকায় দৌড়াতে হবে না। অত্যাধুনিক চক্ষু সেবা কেন্দ্র দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরার মানুষের দোরগোড়ায়। ডাঃ সিদ্দিকুর রহমান ও মনিরুজ্জামান দুই ভাই সাতক্ষীরার মানুষের জন্য যা করলেন তা চির স্মরণীয় হয়ে থাকবে। আমাদের সবাইকে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার জন্য সহযোগীতা করতে হবে।
দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, ডাক্তার মাসুদুল হাসান করনিয়া বিশেষজ্ঞ ডাক্তার ওমর ফারুক, রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম। এসময় দৃষ্টি আই হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও বিখ্যাত রেটিনা বিশেষজ্ঞ ডাঃ মো. মনিরুজ্জামান, ডাঃ মো. মেহেদী হাসান, ডাঃ মীর আশরাফুল কবীর, মেডিকেল অফিসার শেখ তারেক হাসান, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ডাঃ আব্দুল হাকিম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও এম আর পরিবহনের চেয়ারম্যান মো. নুরুল হক, সহ সাতক্ষীরার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৩শত মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ডাঃ মীর আশরাফুল কবীর। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ফিতা ও কেক কাটা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।