নিজস্ব প্রতিবেদক: দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে, দূর্নীতি মুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে কলারোয়ার সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
৬ নং সোনাবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম কবীর মাহদী’র সভাপতিত্বে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মফিজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, মাওলানা ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, নায়েবে আমীর মাস্টার হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুল গফুর মন্টু, উপজেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, ৭নং চন্দনপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আখতার ফারুক, ৮ নং কেরালকাতা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আজিজুল হক,৫নং ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব সাবুর আলী, জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম, মাওলানা গোলাম রসুল, যুবনেতা মনোয়ার হোসেন মাসুদ, মাওলানা সামাউন, মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
তিনি আরও বলেন, যুগে যুগে যুবকরাই ইতিহাস সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের প্রচেষ্টায় স্রোতের গতিধারাও পরিবর্তন হয়ে যায়। হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমীরের মতো প্রাণচঞ্চল যুবকদের হাতেই এসেছে আমাদের বড় বড় অর্জন। তাই জাতির এই ক্রান্তিকালে যুব সমাজকে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, বরং সত্যের পতাকা উড্ডয়ন ও আমাদের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন করে শপথ গ্রহণ করতে হবে।
দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে, দূর্নীতি মুক্ত নেতৃত্ব দরকার: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
পূর্ববর্তী পোস্ট