সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব ২০২৫ পালনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে জেলা নাগরিক প্লাটফর্ম সাতক্ষীরা এক স্মারকলিপি প্রদান করেছে।
২২ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের আওতায়, সাতক্ষীরা জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব পালনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য আগামী ২৭ সেপ্টেস্বর, ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ও সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব- দূর্গাপূজা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও জেলার ৫৫ টি মন্ডপকে ঝূঁঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ শুরু হযেছে। আশা করা হচ্ছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্ন হবে। সেই লক্ষে শান্তি শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশে যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সার্বজনীন শারদীয় দূর্গোৎসব পালিত হয় সেই বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সাতক্ষীরা জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে উক্ত স্মারকলিপি প্রদান করা হয়