
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি গরীবের বন্ধু সাংবাদিক এসএম নজরুল ইসলাম। এসময় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু জিএম কাদের এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখত্ এর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।
গরীবের বন্ধু খ্যাত সাংবাদিক এসএম নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ বিভিন্ন সমাজিক সংগঠনের গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই নেতা।
সাংবাদিক এসএম নজরুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় বলেন,ধর্ম যার যার উৎসব সবার। সকল সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে হিন্দু, মুসলিম, খ্রীষ্টান, বৌদ্ধ তথা সকল ধর্ম বর্ণ নির্বিশেষ সকলেই এই উৎসবে সামিল হই। অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গিকার নিয়ে একে অপরের পাশে দাঁড়াই। সাম্প্রদায়িক সম্প্রীতির পূণ্যভুমি তালা উপজেলায় আনন্দ উৎসাহের মধ্যদিয়ে এ উৎসবকে আরো আনন্দময় করে তুলবে বলে প্রত্যাশা তার। তিনি পূজায় সনাতন ধর্মাবলম্বীদের কে দেশ ও জাতির উন্নয়নে ও সমৃদ্ধির জন্য তালা-কলারোয়াবাসীর প্রাণ প্রিয় নেতা সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত এর জন্য দোয়া ও আগামী জাতীয সংসদ নির্বাচনে সমর্থন কামনা করেন।
উল্লেখ্য যে, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা আজ ১ই অক্টোবার মহাষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে আগামী ৫ ই অক্টোবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।