
উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ খুলনা শহরের রূপসা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দলগত উপস্থাপনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন – এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ৩০ অক্টোবর, বৃহস্পতিবার সকালে রূপসা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রধানশিক্ষক মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. সাইদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাইয়া সিদ্দিকা, ডিপুটি ডিরেক্টর, মহিলা বিষয়ক কর্মকর্তা, খুলনা এবং আব্দুল মমিন, টিইএসও, খুলনা। অনুষ্ঠানে আরও উপস্থি ছিলেন বিদ্যালয়টির শিক্ষক শেখ মো. রফিকুল ইসলাম, মোছাম্মাত নাইমা জাহান, কুমারেশ চন্দ্র ও সিরাজুল ইসলাম।
ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে কুইজ, চিত্রাঙ্কন এবং পোস্টার জলবায়ু সংক্রান্ত দলগত কাজের প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষকবৃন্দ এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরে উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান। প্রধানশিক্ষক বলেন, জলবায়ু সচেতনতা স্কুল থেকেই শুরু হোক। প্রতিটি স্কুলের শিক্ষক ও শত শত শিক্ষার্থী এগিয়ে আসলে মানবসৃষ্ট দুর্যোগ কমে আসবে। আগে থেকে সচেদত হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কম হবে।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা বেশি বেশি পাঠ্যসূচিতে সংযুক্ত করার বিষয়ে সরকারের নিকট দাবি জানান।
এই অনুষ্ঠান সঞ্চালন করেন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের জাহিদ হাসান ও মনিরুল ইসলাম।

