
নিজস্ব প্রতিবেদক: একটি জনহীতকর কার্যক্রমে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হাতে লাঞ্ছিত হয়েছেন সাংবাদিক মাহমুদ আল ইমরান সরদার। এ ব্যাপারে কয়েকজনের নাম উল্লেখ করে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭/৭/২০২১ ইং তারিখ রাত সাড়ে ৯ টার দিকে সাংবাদিক ইমরান সরদার তার পেশাগত দায়িত্ব পালন শেষে পায়ে হেটে তিনি বাসায় ফিরছিলেন। ঘটনাস্থল মুরারীকাটি গ্রামস্থ হাবুজেল এলাকার কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় অন্ধকারাচ্ছন্ন কালভার্টটির নীচে বেশ কয়েকজন লোকের কথাবার্তার আওয়াজ শুনতে পান। তার হাতে থাকা টর্চ লাইটের আলো সেখানে ফেলতেই তিনি দেখতে পান,পানি চলাচলের একমাত্র পথটি বস্তা বোঝাই মাটি দিয়ে কালভার্টের এক মূখ বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন এবং কি কারণে কালভার্টের মুখ বন্ধ করা হচ্ছে সে প্রসঙ্গে জানতে চাইলে, কোন সদুত্তর না দিয়ে দুর্বৃত্তরা সাংবাদিক ইমরানের উপর চড়াও হয় এবং তাদের হাতে থাকা মাটি কাটা কোদাল,বাঁশের লাঠি ও ছোট সাইজের রাম দা’র ভয় দেখিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করে তাকে তাড়া করে, শেষে প্রাণভয়ে তিনি ঘটনা স্থল ত্যাগ করেন।
এঘটনায় পরদিন ২৮ জুলাই সাংবাদিক ইমরান সরদার নিজে বাদী হয়ে মুরারীকাটি গ্রামের আমজাদ সানা, নিছার আলী এবং আব্দুল জব্বার সহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত করে তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় প্রাণনাশের অভিযোগ দায়ের করেন। এদিকে, সাংবাদিক ইমরানের প্রাণনাশের হুমকি’র প্রতিবাদে কলারোয়া সাংবাদিক সংগঠন গুলোর পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অনতিবিলম্বে দোষীদেরকে শাস্তির আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানানো হয়।