কিশোর কুমার: গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে দিপঙ্কর দাশ নামে এক গরু ব্যাবসায়ীর মোটরসাইকেল। বুধবার রাতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের ফারুক মার্কেট সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। দিপঙ্কর দাশ একই এলাকার রবু দাশের ছেলে। সে পেশায় এক গরু ব্যবসায়ী বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থ দীপংকর দাশ জানায়, বাড়ির রাস্তায় কাঁদা হওয়ার কারণে বুধবার রাতে বাজারের পাশে শেখ আবুল কালামের বাড়িতে গাড়ি রেখে চলে যান। এরপরে ১ টার দিকে কে বা কারা গাড়ি ঘরের বারান্দা থেকে নামিয়ে নিয়ে খড়কুটা এবং পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই সময় মুহুর্তের মধ্যে গাড়িটি ৭০ভাগ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি পুলিশকে জানালে স্থানীয় খেশরা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে বাড়ির লোকজনে সহয়তায় আগুন নেভাতে সক্ষম হন। যন্ত্রাংশ পুড়ে ৩০/৪০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে বলে দাবী তার। এ ব্যাপারে তিনি আইনত সহয়তা গ্রহণ করবেন বলে জানান দিপঙ্কর দাশ। খেশরা ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বলেন, ঘটনাটি শুনেই সেখান গিয়ে দেখেন গাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে ইউনিয়নের কয়েক জায়গায় রাতের আঁধারে ধানের পালায়ও আগুন দিয়েছে একটি চক্র বলে অভিযোগ করেন। দ্রুত এই চক্রের সদস্যদের আইনে আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। খেশরা পুলিশ ফাঁড়ির উপ -পরিদর্শক (এসআই) মো. শফিউল্লাহ মোল্লা জানান, শত্রুতার কারণে কেউ এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান বলেন, আমি সদ্য যোগাদান করেছি মাত্র। বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।