জেলা তথ্য অফিসের আয়োজন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ হলরুমে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের নির্দেশনায় ২৬ মে সোমবার বেলা ১১টায় এ অনুষ্ঠান বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, প্রফেসর বাসু দেব বসু। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক স্বপন কুমার ঘোষ, অর্থনীতি বিভাগের প্রভাষক, আশরাফ হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম প্রমুখ। মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া পারভীন, ২য় স্থান অধিকার করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আনতারা আনিকা এবং ৩য় স্থান অধিকার করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দীকা।