বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষে আইন-শৃংখলা রক্ষায় অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্যাদের ব্রিফিং দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষার্থে থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) উপজেলার ১০৮টি পূজা মন্ডপে ৪৮৮জন আনসার ও ভিডিপি সদস্যাদের বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরেও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে যা যা করার দরকার আপনারা তা করবেন। মানুষ যাতে আতঙ্কিত না হয় এজন্য আপনারা কেউ পূজা মণ্ডপ ছাড়বেন না প্রত্যেকটা পূজা মন্ডপকে ঝুঁকিপূর্ণ ভাবে দেখবেন। কোথাও কোন দুর্ঘটনা ঘটছে কিনা প্রত্যেকটা পূজো মন্ডপে সিসি ক্যামেরা লাগানো আছে। আপনারা সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ দেখবেন। এছাড়া পূজা মন্ডপছাড়া এক মিনিটের জন্যও কাউকে বাইরে যাওয়া যাবে না। কোথাও কোন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ডিউটি অফিসার অথবা আমার ফোন ০১৩২০১৪২৩৩৫ নাম্বারে জানাবেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা হোসেন বলেন, উপজেলার ১০৮টি পূজা মন্ডপের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ আট জন ও গুরুত্বপূর্ণ ৬ জন সদস্যকে ডিউটিতে রাখা হয়েছে। এ সময় ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সহ পুলিশ সদস্য ও প্রত্যেক পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।