জামিনুর রহমান,শ্যামনগর থেকে: সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি কে ফেসবুকে হত্যার হুমকি দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাতক্ষীরা পুলিশ সুপার কে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের পক্ষ থেকে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় শ্যামনগর বাসস্ট্যান্ড সিটি সুপার মার্কেটের সামনে সাতক্ষীরা নারী ও শিশু কোটের পিপি শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. জহুরুল হায়দার বাবুর নেতৃত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক এবং সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে একটি ফেসবুক থেকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। গত বুধবার সকালে দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান।
আটক হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাতক্ষীরা জেলা পুলিশের দায়িত্বশীল ভূমিকার জন্য অভিনন্দন জানিয়ে শুক্রবার সকালে মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাংবাদিক আলহাজ্ব আকবর কবীর, যুবলীগ নেতা শেখ আহসানুর রহমান, আলহাজ্ব হারুনুর রশিদ, তাঁতীলীগ নেতা গাজী আশরাফ আলী, শ্রমিক লীগ নেতা আবদুল মাজেদ মোল্লা, পলাশ খান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।