নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাথরঘাটা এলাকা থেকে দুই’শ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথকঘাটা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম হৃদয় ঘোষ (২১)। সে তালা উপজেলার পাটকেলঘাটা থানার বড়গাছা গ্রামের রাম প্রসাদ ঘোষের ছেলে। পুলিশ জানায়, সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার এসআই তন্ময় কুমার বসুর নেতৃত্বে পুলিশের একটি দল রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হৃদয় ঘোষকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৬০ হাজার টাকা। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।