
কামরুল হাসান, কলারোয়া: দীর্ঘ বিরতির পর কলারোয়ায় উন্মুক্তস্থানে মতবিনিময় সভা করলো বিএনপির অংগ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ওই মতবিনিময় করেছেন খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত ছাত্রদলের প্রতিনিধি দল।এ সংগঠনকে ঢেলে সাজানো, শক্তিশালী ও তৃণমূল পর্যায়ের সাধারণ নেতাকর্মীদের মনোভাবকে তুলে আনতে দেশব্যাপী এ মতবিনিময় সভা করছে কেন্দ্রীয় কমিটি।এরই অংশ হিসেবে কলারোয়ায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় কলারোয়া উপজেলা, পৌর, সরকারি কলেজ ও শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ.সভাপতি মিজানুর রহমান সজিব।
কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মিয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ.সাধারণ সম্পাদক সুলতানা জেসমিন জুই, খুলনা বিভাগীয় সহ.সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ সুমন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব ও সিনিয়র সহ.সভাপতি মঞ্জুরুল মোর্শেদ মিলন।কলারোয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মফিজুল ইসলাম, কামরুজ্জামান রাজন, আলমগীর কবির, মামুন হোসেন, শেখ হাবিল হোসেন, আরিফুল ইসলাম রনি, শাহাজালাল আহমেদ সাজু, শামীমুর রহমান দোয়েল, মুসা কারিমুল্যাহ, ইশারুল ইসলাম, হাবিবুর রহমান, রনি, তারেক আজিজ, শুভ রাসেল, গাজী সাদ্দাম হোসেন, আবু বক্কর সিদ্দীক প্রমুখ।