
নিজস্ব প্রতিবেদক: কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি চৌধুরীর বাড়িতে আজ রবিবার দুপুরে চুরি হয়েছে। পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে দোতলার গ্রিল কেটে এ চুরি সংঘটিত হয়।
মিলি চৌধুরীরর স্বামী দেবেশ মিত্র জানান, আজ দুপুরে কেউ বাসায় না থাকার সুযোগে এ চুরি সংঘটিত হয়। সন্ধ্যায় বাসায় এসে দেখতে পাই বারান্দা ও জানালার গ্রিল কাটা। বাসায় সব লন্ডভন্ড। এসময় নগদ টাকা ও স্বর্ণালংকার সহ কিছু কাপড় চুরি যায়।
দেবেশ মিত্র জানান, এ ঘটনায় এজাহার দায়ের প্রক্রিয়া চলছে।
আটমাস আগে প্রধান শিক্ষক মিলি চৌধুরীর বাড়িতে গ্রিল কেটে চুরি সংঘটিত হয়। এ বিষয়ে তখন একটি এজাহার দায়ের হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে একই এলাকায় দিনে দুপুরে বেশ কয়েকটি বাড়িতে চুরি হয়।