নজরুল ইসলাম, তালা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কালারোয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত একক প্রার্থী হিসেবে জাপা প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ এর নাম ঘোষণা হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন তালা উপজেলা জাতীয় পার্টিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের নেতৃত্বে তালা উপ-শহরে আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলে দিদার বখত্ এর মার্কা কি লাঙ্গল ছাড়া আবার কি, এবার ভোটে জিতবে কে লাঙ্গল ছাড়া আবার কে স্লোগানে স্লোগানে উপশহর মুখরিত হয়ে উঠে। মিছিলে অংশ গ্রহণ করেন তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, কাজী আরিফুল হক ভুলু, বি.এম বাবলুর রহমান, তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ, ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: আবুল কাশেম, তালা সদর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. রমজান আলী শেখ, জাপা নেতা হায়দার আলী, রহমত আলী গোলদার, পার্থ প্রতিম মন্ডল, রবিউল ইসলাম, জাতীয় যুব সংহতি তালা সদর ইউনিয়নের সভাপতি মো: লিটন হুসাইন, সাধারণ সম্পাদক মো: ইকবল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, জালালপুর ইউনিয়ন যুব সংহতির সভাপতি আব্দুল আলীম, যুবসংহতি নেতা নেয়ামত, মতিয়ার, বাপ্পী শেখ, ইমরান হোসেন বাবু, বাহারুল ইসলাম, হাফিজুর রহমান, ছাত্র সমাজ উপজেলা সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, ছাত্র সমাজ নেতা, কাজী জীবন বারী, সোহাগ হোসেন, শেখ ইমরান হোসেন, ফয়সাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দ মিছিলটি তালা উপ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এরশাদ চত্বরে বক্তব্য রাখেন ও মিছিলের সমাপ্তী ঘোষণা করেন তালা উপজেলা জাতীয় পার্টির ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম ও তালা উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ।