সাহেব রেজা, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন ঐতিহ্যবাহী ৩৪ নং বুড়িঃ দাঁতিনা খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে তাসলিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবুল হোসেন, বুড়িগোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবক এমএম নুর মোহাম্মদ, আলহাজ্ব আকরাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাজাহান সিরাজ, সমাজ সেবক আব্দুল হাকিম সানা, মাছিদুল মোড়ল প্রমুখ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান প্রাক প্রাথমিক শ্রেণী হতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করেন। মেধা অনুসারে ১ম, ২য় ৩য় স্থান অধিকারীরা অতিথিদের নিকট থেকে পুরষ্কার গ্রহন করেন। সমগ্র অনুষ্ঠানটি মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।