নিজস্ব প্রতিবেদক: সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এবং আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়নের দাবিতে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে মটর শোভাযাত্রা বের হয়ে তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল শান্তি মিছিল বের হয়। মিছিলটি কলারোয়া উপশহর এর বিভিন্ন সড়ক পরিদক্ষিণ করে বলফিল্ড মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা (তালা-কলারোয়া)-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ শেখ নুরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান,শাহ আলম টিটু, মো. ইকবাল হোসেন, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ। বক্তরা বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু সাতক্ষীরা (তালা কলারোয়া)-১ আসনে দলীয় সংসদ সদস্য না থাকায় উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। ওয়ার্কাস পার্টির নেতা এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বিগত দুই বার জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার ভোটে এমপি হয়ে আওয়ামী লীগের সংগঠনকে ক্ষতিগ্রস্ত করেছে,দলের মধ্যে বিবেধ সৃষ্টি করেছে,সংগঠনকে দূর্বল করে দিয়েছে। সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বিরোধী দলীয় নেতাকর্মীদের সেল্টার দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা ভাবে হয়রানি করে আসছে মন্তব্য করে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দীর্ঘদিনের আওয়ামী লীগের পরীক্ষিত নেতা শেখ নুরুল ইসলামের দলীয় মনোনয়ন দিতে শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। এর আগে সকালে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে শেখ নুরুল ইসলামের নেতৃত্বে সস্রাধিক মোটরসাইকেল মাইক্রোবাস প্রাইভেট সহকারে কয়েক হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা তালা উপজেলার পাটকেলঘাটা সরুলিয়া, নগরঘাটা, ধানদিয়া, জয়নগর, কুসহডাঙ্গা, চন্দনপুর, জালালাবাদসহ বিভিন্ন ইউনিয়নে সমাবেশ মিছিল ও সমাবেশ করেন। র্যালিতে তালা উপজেলা আওয়ামী লীগ, উপজেলার ১২ টি ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।