আব্দুর রাজজাক: আশাশুনি উপজেলা দরগাহপুর ইউনিয়নে খরিয়াটী গ্রামের শিক্ষক মাস্টার মতিউর রহমান (৬৫)আজ রাত আনুমানিক ৩.৩০ মিনিটে স্টোকজনিত কারণে নিজ বাসায় মৃত্যুবরণ করেন।বাদ আসর খরিয়া টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহরমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশাশুনি উপজেলা নায়েবে আমীর মাওলানা নূরুল আবছার মুরতাজা। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ আব্দুস সাত্তার, ইউনিয়ন পেশাজীবি সভাপতি প্রফেসর আব্দুর রাজ্জাক।মাওলানা আবু সাঈদ, মাওলানা মাহবুব বিল্লাহ,হাফেজ হোসাইন, মরহুমের ছোট ভাই আব্দুল গফফার প্রমুখ। মৃত্যুকালে ১ পুত্র ২ কন্যাসহ আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ।