দরগাহপুর(আশাশুনি) প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন গ রবিবার সকালে নিজ গ্রাম আশাশুনি উপজেলার দরগাহপুর পিতা-মাতার কবর জিয়ারত করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর দেয়া মুজিব বর্ষের উপহার হিসাবে ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় গ্রামের দ’ুটি বাড়ীর ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে তিনি ৩৭নং দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ১০ শয্যা বিশিষ্ট মাও শিশু হাসপাতাল সংলগ্ন পলিটেকনিকাল ইনস্টিটিউট এর জমি অধিগ্রহনের জায়গা পরিদর্শন করেন। অত:পর তিনি দরগাহপুর ইউ,পি চেয়ারম্যান শেখ মিরাজ আলীর অনুরোধে ইউনিয়ন পরিষদে যান ও তালিকাভূক্ত ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। বিকাল তিনটায় তিনি খুলনার উদ্দেশ্যে রওনা দেন।
দরগাহপুর বিভিন্ন স্থান পরিদর্শন কালে তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন, আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা,
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, পিআইও সোহাগ খান, দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সভাপতি শেখ মতলুবর রহমান, প্রধান শিক্ষক দরবেশ-ই-রসুল, আলহাজ্ব শেখ ফৌজদার রহমান, শেখ জাকারিয়া আলম, দরগাহপুর প্রেসক্লাব’র সভাপতি শেখ হিজবুল্লাহ, দৈনিক সাতনদীর দরগাহপুর প্রতিনিধি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক ও সাংবাদিক শেখ আরাফাত হোসেন প্রমুখ।