নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গের ২১টি জেলার আইনজীবিদের নিয়ে গঠিত দক্ষিণ বঙ্গ ঢাকাস্থ্য আইনজীবি সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পান্ন হয়েছে। সোমবার ঢাকাস্থ্য সুপ্রিমকোর্টে কর্মরত দেশের দক্ষিণ জনপদের আইনজীবিদের নিয়ে বার ভবনে গঠিত হয় দক্ষিণ বঙ্গ ঢাকাস্থ্য আইনজীবি সমিতির কমিটি। দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার আইনজীবিদের নিয়ে এই কমিটিতে বরিশালের কৃতি সন্তান এড. শাহ মো. খসরুজ্জামানকে সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক কমিটির সদস্য সাতক্ষীরার কৃতিসন্তান সাতক্ষীরা জেলা আ.লীগের সহ-সভাপতি এড. মোহাম্মদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৩২ সদস্য বিশিষ্ট এই গঠন করা হয়। কমিটিতে শামসুল জালাল চৌধুরী, সুরাইয়া বেগম, এম এ রব হাওলাদার, কাজী শাহানা ইয়াসমিন, এ কে এম আক্তার হোসেন, একেএম শফিকুল ইসলাম স্বপন, মো. নুরুল ইসলাম, মো. শামছুল আলম, মো. গিয়াস উদ্দিন আহম্মেদকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া মো. নাছির উদ্দিন সম্্রাট, মো. সৈয়দ আলম টিপু, শেখ সাইফুজ্জাম, শেখ মো. সিরাজুল ইসলাম, কেএম রিজাউল ফিরোজ রিন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান, নাছরিন সুলতানা মুন্নি, মো. কামাল হোসেন মিয়া, নজরুল ইসলাম পাপ্পু, এরশাদুল কাউসারকে সাংগঠনিক সম্পাদক এবং নাছির উদ্দিন আহমেদকে কোষাধ্যক্ষ করে সর্ব মোট ১৩২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সুপ্রিমকোর্টে আইনপেষায় কর্মরত কমিটি’র সকলেই দক্ষিণবঙ্গের বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালি, বরগুনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বাসিন্দা। কমিটিতে নির্বাচন কমিশনার হিসেবে স্বাক্ষর করেছেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুনসুর হাবিব।