নগরঘাটা সংবাদদাতা: সাতক্ষীরা খুলনা মহাসড়কের ত্রিশমাইল নামক স্থানে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল দূর্ঘটনায় নিলকন্ঠ সরদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রাশেদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। গাড়িতে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে পাওয়া ঠিকানা অনুযায়ী তার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরখালি ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামে। সে ওই গ্রামের বিশ্বনাথের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান খুলনা হ- ১২- ৭৪২২ নাম্বারের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পাটকেলঘাটা থানার এসআই কৃষ্ণপদ সমাদ্দার দুর্ঘটনা খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ১৬ চাকা বিশিষ্ট কন্টেইনার ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।