নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ে়র সচিব ও সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত করোনা পরিস্থিতির সমন্বয়কারী শেখ ইউসুফ হারুন বলেছেন, ত্রাণ নিয়ে আমরা সজাগ রয়ে়ছি। বর্তমান পর্যন্ত সাতক্ষীরায় ত্রাণ বিতরণে অনিয়মের তেমন ঘটনা ঘটেনি। তবে ঘটবে না এটা বলা যাবে না। ত্রাণ নিয়ে নয়-ছয় হলে কোন ছাড় নয়।
তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলায় করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য কি কি করা দরকার সেসব বিষয় নিয়ে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি। বিষয়গুলো সরকারকে অবহিত করা হবে।
শনিবার বেলা তিনটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জনপ্রশাসন সচিব। তিনি বলেন, সাতক্ষীরা জেলায় কনোনা পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি স্তরের মানুষকে যার যার জায়গা থেকে সততার সঙ্গে এক হয়ে কাজ করতে হবে।
এর আগে সাতক্ষীরা জেলায় করোনা পরিস্থিতি মোকাবেলা ও করোনা সংক্রমন ঠেকাতে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সঙ্গে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস. এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, জনপ্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা।