
নিজস্ব প্রদিকেদক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি’র ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে তোফায়েল আহমেদ এমপি’র বাসভবনের অফিসে ফুল দিয়ে ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানান এমপি রবি। এ সময় সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন বিষয়ে তোফায়েল আহমেদ এমপি’র সাথে কথা বলেন এমপি রবি। এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।