প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ৬:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২০, ১০:৫৫ অপরাহ্ণ
তেতুলডাঙ্গা গ্রামে শুরু হয়েছে গ্রাম্য হাট, মানুষের মাঝে খুশির আমেজ
দ্যুতিদীপন বিশ্বাস : সাতক্ষীরায় বিভিন্ন স্থানে গ্রাম্য হাটের রেওয়াজ আছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চল গুলোতে বেশি দেখা যায় এই গ্রাম্য হাটের। গ্রাম্য হাটের বৈশিষ্ট্য অনুযায়ী সপ্তাহে দুই দিন হাট বসে।
এমনি এক গ্রাম্য হাট শুরু হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের তেতুলডাঙ্গা গ্রামে। ১০ জানুয়ারি শুক্রবার দুপুর ২টা থেকে তেতুলডাঙ্গা গ্রামের হাট শুরু হয়। তেতুলডাঙ্গা ওয়াব্দা রাস্তার পাশে বহিরাগত ও স্থানীয় সবজি ব্যবসায়ীদের অস্থায়ী ভাবে বসার জায়গা করে দিয়েছে তেতুলডাঙ্গা গ্রামবাসী। ১০ জানুয়ারি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা অবধি একটানা বিক্রেতা- ক্রেতাদের সমন্বয়ে বেচাকেনা চলতে থাকে। শুক্রবার বিকেলে হাট ঘুরে দেখা যায়, হাটের ভিতরে তেতুলডাঙ্গা গ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম বয়ারবাতান সহ বিভিন্ন এলাকার সকল বয়সের লোকজন হাটে এসেছে। ছোট ছোট ছেলে মেয়েদের সানন্দে ঘুরে বেড়াতে দেখা যায় তেতুলডাঙ্গা হাটের ভিতরে। তেতুলডাঙ্গা গ্রামের ১০ বছরের ছোট ছেলে সৌমেন মন্ডলের এর শাক বিক্রয়ের দৃশ্যটি ছিলো নজর কাড়ার মতো ।
হাতে ব্যাগ নিয়ে গ্রামের অনেক মায়েদেরও বেশ সেজেগুজে তেতুলডাঙ্গা হাটে বাজার করার উদ্দেশ্যে আসতে দেখা যায়। তেতুলডাঙ্গা গ্রামের অধিকাংশ লোকের উপস্থিতিতে হাটের দৃশ্য পট হয়ে উঠে মনমুগ্ধকর।
তেতুলডাঙ্গা গ্রামের স্থানীয় দিলীপ সরকার বলেন, আমাদের গ্রামে হাট হচ্ছে এতে আমরা অনেক আনন্দিত। এছাড়া আমাদের পার্শ্ববর্তী বাজার গুলোর তুলনায় এই হাটে সবজির দাম অনেক কম।
তেতুলডাঙ্গা গ্রামের স্থানীয়রা বলেন, এই হাটে স্থানীয় অনেক লোকজন শাক-সবজি বিক্রি করতে নিয়ে আসছে, সেগুলো কীটনাশক মুক্ত।
তেতুলডাঙ্গা হাটের সবজি বিক্রেতাদের সাথে কথা বলতে চাইলে তারা বলেন, অন্যান্য গ্রামের চাইতে তেতুলডাঙ্গা গ্রামে অনেক কম সময়ের মধ্যে বেশি বেচাকেনা হচ্ছে। আমরা চাই তেতুলডাঙ্গা গ্রামের এই হাট যেনো এভাবে চলতে থাকে।
উল্লেখ্য থাকে যে, গত ২ তারিখ শুক্রবার থেকে তেতুলডাঙ্গা গ্রামের হাট শুরু হয়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত হাট বার গুলোতে সেভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে না পারলেও। ১০ জানুয়ারী শুক্রবার বিকেলের হাটের জমজমাট দৃশ্য হাটের পুর্নতা প্রমাণ করেছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.