
নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিকভাবে সদরের তুজলপুর বীজ ব্যাংক থেকে বিনামূল্যে কৃষকদের মধ্যে বীজ প্রদান উদ্বোধন করা হয়েছে।রবিবার বিকালে ব্যাংকের নিজস্ব কার্যালয় থেকে বীজ প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বীজ ব্যাংকের পরিচালক সাংবাদিক ইয়ারব হোসেন। এর আগে ২০ জন কৃষকদের মধ্যে সরিষার বীজ প্রদান করা হয়।
সদরের তুজলপুর গ্রামের কৃষক আমিরুল ইসলাম, কওছার আলি, ছাদেক আলি , কৃষানী শাহিনা খাতুন বলেন কৃষকরা কিছু বীজ কোম্পানির কাছে বন্দি হয়ে যাচেছ।বাজার থেকে চড়া দামে বীজ ক্রয় করতে হয়।অনেক সময় বীজ থেকে চারা বের হয় না।এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়ির পাশে বীজ ধান পেলাম বিনামূল্যে। ব্যাংকের বীজ ভাল হবে আশা করি। জীবনে এ ধরনের ব্যাংকের নাম শুনেনি।প্রথমে আমাদের কৃষকের বন্ধু ইয়ারব হোসেনের মাধ্যমে নতুন ব্যাংকের মাধ্যমে বীজ পেলাম। আমরা যে পরিমান বীজ ব্যাংক থেকে নিয়ে চাষ করবো । তার দ্বীগুন বীজ ব্যাংকে জমা করে রাখবো। হাতের কাছে বীজ পেয়ে আমরা খুশি। বীজ ব্যাংক আমাদের এলাকার কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে ইতিমধ্যে।