আব্দুল্লাহ আল মাহফুজ: হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি’ ২৩) সন্ধ্যায় দক্ষিণ পলাশপোল বায়তুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব নাসিম ফারুখ খান (মিঠু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৃষ্টিপাত সম্পাদক জি এম নূরুল ইসলাম, বায়তুল ফালাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক এস এম মোতালেব হোসেন, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু। সভাপতিত্ব করেন বায়তুল ফালাহ জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউসুফ আলী, অনুষ্ঠান পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম ও খতিব, হাফেজ মোঃ জুলফিকার আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন মাহফিল কমিটি, এলাকাবাসী ও ব্যবসায়ীবৃন্দ।
জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে আসে তিন গ্রæপে (ইসলামী সংগীত, হিফজুল কুরআন ও কেরাত গ্রুপ) ১৫০ জন ছাত্র-ছাত্রী। ইসলামী সংগীতে ১ম স্থান অধিকার করে সাকিব আল হাসান, কাটিয়া শাহী মসজিদ, ২য় স্থান অধিকার করে রোকাইয়া খাতুন, নূরে মদিনা মহিলা মাদ্রাসা, ৩য় স্থান অধিকার করে মারিয়া সুলতানা আসসুন্নাহ মহিলা মাদ্রাসা।
হিফজুল কুরআন গ্রুপে ১ম স্থান অধিকার করে আব্দুর সামাদ দারুন উলুম মাদ্রাসা। ২য় স্থান অধিকার করে আল মামুন সেহারা হাফিজিয়া মাদ্রাসা, ৩য় স্থান অধিকার করে আল শাহরিয়ার সেহারা হাফিজিয়া মাদ্রাসা। কেরাত গ্রুপে: ১ম স্থান অধিকার করে শাহরিয়ার হোসেন, সেহারা মাদ্রাসা। ২য় স্থান অধিকার করে মাহিন হোসেন কামাল নগর হাফিজিয়া মাদ্রাসা, ৩য় স্থান অধিকার করে আল হাফিজ মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসা। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফেজ মোঃ জাকারিয়া।