তালিকায় আছে শ্রমিকলীগ কর্মী, ওয়ার্কাস পার্টির নেতাও, তালায় না জানিয়ে যুব দলে অন্তর্ভুক্তি
আহাদুর রহমান জনি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৮ নং মাগুরা ইউনিয়নের ৮ নং মাদরা ওয়ার্ডের যুবদলের কমিটি গঠন হয়েছে কিছুদিন পূর্বেই। কিন্তু যাদের সদস্য করা হয়েছে তারা কেউ এ বিষয়ে জানেনা। এমনকি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মী ও ওয়ার্কাস পার্টির নেতাদের নামও আছে এ কমিটিতে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্যাডে ৮ নং মাগুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প‚র্নাঙ্গ কমিটি প্রকাশিত গত বছরের নভেম্বরের ১১ তারিখে। দীর্ঘ দিন চেপে রাখা কমিটির সদস্যদের তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায় ৮নং মাগুরা ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক আসাদুল শেখ আসাদ ও আবদুল কাদের স্বাক্ষরিত অনুমোদিত ওয়ার্ড কমিটিতে কমপক্ষে ছয়জনকে না জানিয়ে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাদের ৫জন আওয়ামী সমর্থক ও একজন ওয়ার্কাস পার্টির কিছু শ্রমিক লীগের সদস্যকে ওয়ার্ড যুবদলের কার্যনির্বাহী কমিটিতে তাদের না জানিয়ে যুব দলের কমিটির ভিতর অন্তর্ভুক্ত করে। এ ঘটনায় মাদরাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
[caption id="attachment_57208" align="alignnone" width="752"] (উপরে বাঁ থেকে) ১.পলাশ সরকার ২. নিমাই মন্ডল ৩. প্রদীপ সরকার ৪. বিশ্বজিৎ মন্ডল ৫. উত্তম বিশ্বাস ৬. প্রদাপ সরকার[/caption]
কমিটির সভাপতি পদে থাকা পলাশ সরকার জানান, ‘আমাকে উক্ত কমিটির সভাপতি করা হয়েছে তা আমি জানি না। সম্পূর্ন উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এ কাজটি করেছে। আমারা বাপ-দাদার আমল থেকে আওয়ামীলীগ করি।’
কমিটির সিনিয়র সহ-সভাপতি নিমাই মন্ডল জানান, ‘আমরা কোনদিনই বিএনপি বা যুবদলের সাথে জড়িত ছিলাম না। আমরা আওয়ামী সমর্থক। স্বার্থান্বেষী মহল আমাদের নিয়ে রাজনীতি করেছে।’
কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ সরকার জানান, ‘ইচ্ছা খুশিমত নাম দিয়ে কমিটিটি করিয়েছে। আমরা কেউ জানিনা পর্যন্ত। এদের বিচার হওয়া উচিত।’
কমিটির প্রচার সম্পাদক বিশ্বজিৎ মন্ডল জানান তাকে না জানিয়েই ৮নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক পদে অর্ন্তভুক্ত করা হয়েছে। যা বে-আইনী’
ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম বিশ্বাস জানান ‘আমি শ্রমিকলীগের সদস্য। আমাকেও যুবদলের কমিটিতে অর্ন্তভ‚ক্ত করা হয়েছে।’
কমিটির তথ্য বিষয়ক সম্পাদক প্রতাপ সরকারও একই তথ্য জানান। অন্যদিকে ওয়ার্কারস পার্টির নেতা রবীন বিশ্বা কে আইন বিষয়ক সম্পাদক করা হয়।
এসব অভিযোগের বিষয়ে ৮নং মাগুরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরর সাথে কথা হলে জানান, ‘কয়েকটি কমিটি গঠনের সময় আমি ছিলাম। কমিটিটি বাতিল করা হয়েছে। আমি এখন বিএনপিতে, যুবদলের সদস্য নই।’