
আকবর হোসেন, তালা:
সাতক্ষীরার তালায় শুক্রবার তালা হাসপাতলের স্বাস্থ্য পরিদর্শকসহ ৩ জনের করোনা রির্পোট পজেটিভ এসেছে ৷
তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফারহা ফেরদৌস জানান, তালা হাসপাতলের স্বাস্থ্য পরিদর্শকসহ ৩ জনের করোনা পজেটিভ এসেছে। এরমধ্যে তালা হাসপাতলের স্বাস্থ্য পরিদর্শক খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের আকরাম হোসেন (৫৬) এবং অপরজন তালা হাসপাতালের জুনিয়র ম্যাকানিকের স্ত্রী সাজেদা বেগম (৩৬)।
গত ৩০জুন তালা হাসপাতাল থেকে তাদের নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিলো। আজ শুক্রবার উক্ত নমুনার রিপোর্ট পজেটিভ এসেছে।
অপরদিকে, সুশান্ত আচার্য (৪০) নামের একজন এনজিও কর্মীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সুশান্তের বাড়ি শ্যামনগর উপজেলায়। সে পাটকেলঘাটার আশা এনজিও’র একজন কর্মী। সুশান্ত আচার্য বলেন, স্ত্রী এবং তিনি খুলনায় গিয়ে করোনা পরীক্ষা করতে দিয়েছিলেন। তার রির্পোট পজেটিভ আসলেও স্ত্রীর রির্পোট এখনও হাতে পাওয়া যায়নি।
স্বাস্থ্য পরিদর্শক আকরাম হোসেনের বাড়ী হরিহরনগরের বাড়ি লকডাউন করা হয়েছে এবং তালা হাসপাতালের জুনিয়র ম্যাকানিকের স্ত্রী সাজেদা বেগমকে হাসপাতালের পাশের বাসায় আইসোলোশনে রাখা হয়েছে।