
মোঃ আকবর হোসেন,তালা: তালায় বুধবার ৩০ অক্টোবর তালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকিরের বিরুদ্ধে অপপ্রচার,ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামীরীগের উপ-প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার। উপজেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক জিএম শফিউর রহমান ডানলবের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী হিল্লোল, চেয়ারম্যান সরদার জাকিরসহতালা সদর ইউনিয়নের শতশত ব্যক্তি উপস্থিত ছিলেন। এ ছাড়া বক্তরা আগামী নির্বাচনে সরদার জাকিরকে চেয়ারম্যান করতে এবং তার রিরুদ্ধে অপপ্রচার,ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে সকলে একযোগে এগিয়ে আসার আহবান জানান। সমাবেশে বক্তরা বলেন, চেয়ারম্যান জাকিরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যারা ঘের দখল করলো, যারা লোকজনকে মারলো, তারাই আবার সংবাদ সম্মেলন করে জাকিরের বিরুদ্ধে দোষারোপ করছে। বক্তরা আরও বলেন, চেয়ারম্যান জাকিরের সাফল্যে ঐর্ষানীত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ষড়যন্ত্রকারীদের খুজে বের করে তাদের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।