
মোঃ আকবর হোসেন,তালা: সাতক্ষীরার তালায় রবিবার (৯ ফেব্রæয়ারী) শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় চারতলা আইসিটি ভবন ও চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধণা ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এানামুল ইসলামের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্ল্যা আমীর হোসেন, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনি মোহন মন্ডল, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাাঁপড়ি,সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, ডিপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু, শ্রকিমলীগ তালা উপজেলার সভাপতি ও তালা সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার,ভুমিজ ফাউন্ডেশনের পরিচালক প্রভাষক অচিন্ত শাহা, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক মোঃ ইয়াকুব আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের খননকাজ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।