মো: আকবর হোসেন,তালা: তালা মহিলা ডিগ্রি কলেজে শুক্রবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন পালিত হয়েছে । এ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করা হয়।
তালা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উক্ত কলেজের প্রভাষক অমল কৃষ্ণ কুন্ডু, ভবতোষ কুমার মন্ডল, সুপতা রাহা, সহকারী অধ্যাপক হরেন্দ্র নাথ মন্ডল, প্রভাষক পলাশ বিশ্বাস, সুমিত আচার্য্য প্রমুখ। অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে বক্তব্য প্রদান করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী তিথি সাহা। আলোচনাসভা শেষে কেক কাটা হয়। পরিশেষে শেখ রাসেলের আতœার মাগফেরাত কামনা করে দোয়াও মোনাজাত করা হয়। এ ছাড়া শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ তালার আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।