
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ তালা বাজারের পাল মার্কেটের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জন কুমার পাল (৭৫) পরলোকগমন করেছেন। গতকাল (৮ ডিসেম্বর) সোমবার সকাল ১১টায় তালা উপজেলার চর বারুইপাড়া গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় কন্যা লিমা পাল মন্ত্রণালয়ে চাকরি করেন এবং ছোট কন্যা বৈশাখী পাল যশোরের খাজুরায় বিবাহিত জীবনে রয়েছেন। সোমবার রাত ৮টায় চর বারুইপাড়া শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
স্বর্গীয় রঞ্জন পাল ব্যক্তিগত জীবনে অত্যন্ত ভদ্র, বিনয়ী ও সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন। মানুষের দুঃখ-সুখে কাছে থাকার স্বভাব তাঁকে সকলের নিকট প্রিয় করে তুলেছিল।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস.এম. জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। তারা তাঁর আত্মার শান্তি ও চিরকল্যাণ কামনা করেছেন।

