তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালা প্রেসক্লাবের পাকাভবন ও প্রেসক্লাবের চারটি দোকান ঘরের পিছন দিয়ে পানি নিষ্কাষনের ড্রেন নির্মাণের জন্য সিধান্ত গ্রহন করা হয়েছে। শুক্রবার দুপুর ২টা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল সাহেবের নির্দেশে উপজেলা প্রকৌশলী রথিন্দ্রনাথ হালদার সাংবাদিকদের সাথে নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, এম.এ হাকিম, এম.এ ফয়সাল, মোঃ সেলিম হায়দার, মোঃ শফিকুল ইসলাম শফি, মোঃ সেকেন্দার আবু জাফর বাবু, কে.এম শাহিনুর রহমান,সার্জেন্ট মুহাঃ আব্দুর রহিম মোড়ল,নাগরিক কমিটির সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ সর্ব সম্মতিক্রমে প্রেসক্লাবের পাকাভবন ও ৪ টি দোকান ঘরের পিছন দিয়ে পানি নিষ্কাষনের সচল ড্রেনটি পাকা করনের জন্য সিদ্ধান্ত প্রদান করেন। প্রকাশ,তালা প্রেসক্লাবের ৪ টি দোকান ঘর উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসক মহোদয়ের দপ্তর থেকে উচ্ছেদ মামলা নং ০১/২০২১ গত ২০ আগষ্ট অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট বিঞ্চু পদ পাল স্বাক্ষরিত উচ্ছেদ আদেশ টি রদ-রহিত / বাতিলের দাবিতে তালা প্রেসক্লাবের সভাপতি এস,এম নজরুল ইসলাম বাদি হয়ে বিজ্ঞ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে ক্রিমিনাল রিভিশন মামলা নং ৪২৯ /২০২৪ মামলা দায়ের করেন। মামলাটি গত ১৫ ই অক্টোবর বিজ্ঞ এ্যাডঃ বাসারত আওরঙ্গী বাবলা, বিজ্ঞ এ্যাডঃ আরশাফুজ্জামান বিজ্ঞ আদালতে শুনানী করেন। শুনানী অন্তে মামলাটি বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী মামলাটি গ্রহন পুর্বক জেলাম্যাজিষ্ট্রেট কর্তৃক উচ্ছেদ কেস নং ১/২০২১ এর নথি তলব এর আদেশ প্রদান করেন ফলে উচ্ছেদ আদেশ এর কার্যক্রম স্থগিত হয়। বিজ্ঞ দায়রা জজ আদালতের রায়ের কপি উপজেলা প্রকৌশলী বাবু রথিন্দ্র নাথ হালদারের নিকট প্রদান করা হয়।