
নব কুমার দে,তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তালা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান।
সংবর্ধিত অতিথিবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, জাতীয় পার্টির সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, আওয়ামী লীগনেতা ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দাশ বাপ্পী, সৈয়দ ইদ্রিস, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জাসদ নেতা দেবাশীষ দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।