নজরুল ইসলাম, তালা: তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ঈমাম, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাও. মুহা. তাওহীদুর রহমান জাতীয় পর্যায়ে সরকারীভাবে তিনজনের মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকাল ৫ টায় তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম এর সভাপতিত্বে সাধারন সম্পাদক শেখ জলিল আহমেদ এর সঞ্চালনায় ও তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হাসান এর সার্বিক তত্বাবধানে সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে, দেশসেরা পেশ ঈমাম হযরত মাও. মুহা. তাওহীদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সিনিয়র সদস্য শেখ আব্দুস সালাম, সদস্য বি,এম বাবলুর রহমান, য্গ্মু- দপ্তর এসএম হাসান আলী বাচ্চু, সদস্য মো. লিটন হুসাইন, সদস্য শেখ ফয়সাল হোসেন, সদস্য কাজী ইমদাদুল বারী জীবন, সদস্য শ্রী পার্থ প্রতীম মন্ডল, সদস্য মো. হাফিজুর রহমান, সদস্য মো. বাহারুল ইসলাম মোড়ল, সদস্য মো. রুহুল আমিন মোল্যা, সহযোগী সদস্য মো. সাগর মোড়ল, জিএম শফিউর রহমান ডানলাপ প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঢাকা’র আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ইমাম সম্মেলনে তিনজন দেশসেরা ইমাম নির্বাচিত হন। এই নির্বাচিত তিনজনের মধ্যে তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা তাওহিদুর রহমান একজন। এর আগে মাও. তাওহিদুর রহমান উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৩ বছর তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে পেশ ইমাম হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা ও তালা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
তালা প্রেসক্লাবের পক্ষ থেকে দেশ সেরা ঈমামকে সংবর্ধনা
পূর্ববর্তী পোস্ট