তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
অবৈধ কমিটি তালা প্রেসক্লাবের নাম ব্যবহারে চালাচ্ছেন নিরব রাজত্ব। এদের হাত থেকে রক্ষা নেই সরকারী কর্মকর্তাদেরও। এদের রুখতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে সরকারী-বেসরকারী সকল শ্রেনী পেশার মানুষ। এর খায়েশ পূরুনে ব্যর্থ হলে বিভিন্ন ব্যানারে মানববন্ধন প্রতিবাদ সভা ও সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ভূয়া অভিযোগ তুলে তাদের বদলী করার চেষ্টা সহ নানা অভিযোগে অতিষ্ঠ তালা জনপদের মানুষ। ইতিমধ্য মহামান্য হাইকোর্ট বিভাগ, জেলা ম্যাজিষ্ট্রেট ও অতিঃজেলা ম্যাজিষ্ট্রেট তালা প্রেসক্লাবের নাম ব্যবহারে বারিত আদেশ প্রদান করেছেন।
একাধিক সূত্রে জানাযায়, তালা প্রেসক্লাবের নাম ব্যবহারে মহামান্য হাইকোর্ট বিভাগের ৪৪৭৪/২২ মামলায় নিষেধাজ্ঞা ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট এর দপ্তর স্মারক নং ২৩৮ তাং- ১৬/২/২০২৫ পত্র ও বিজ্ঞ অতিঃ ম্যাজিষ্ট্রেট আদালত পিটিশন ১৯৩৬/২৪ মামলায় গত ২৩/০৭/২০২৫ তারিখ উক্ত রায়ে মহামান্য হাইকোর্ট বিভাগের ৪৪৭৪/২২ মামলার রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তালা প্রেসক্লাবের ব্যানারে কিংবা তালা প্রেসক্লাবের ব্যানার ব্যাবহার করে কোন কার্যক্রম করতে পারবেন না। মর্মে বারিত আদেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত। এবং প্রথম পক্ষ এস.এম নজরুল ইসলাম তালা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালনে কোন বাধা নেই। ইতিমধ্য তালা প্রেসক্লাবের সভাপতি পরিচয় দানকারি এম.এ হাকিম সহ- তালা প্রেসক্লাবের নাম ব্যবহারে ব্যানারে বারিত আদেশের কপি সাতক্ষীরা জেলা ম্যাজিষ্ট্রেট ও অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট, তালা উপজেলা নির্বাহী অফিসার, তালা সহকারী কমিশনার(ভূমি),অফিসার ইনচার্জ তালা থানাকে গত ০৩/০৮/২০২৫ তারিখ বিজ্ঞ আদালত রায়ের কপি প্রেরণ করেন। বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করিয়া প্রতারনা করিতে না পারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।