তালা অফিস থেকে নজরুল ইসলামঃ গতকাল নবাগত সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ সাতক্ষীরায় যোগদান করায় সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি সহকারি পুলিশ সুপার হিসাবে তালায় যোগদান করলেন।
নবাগত সহকারী পুলিশ সুপার ৪০তম বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ০৪ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। অপরদিকে সহকারি পুলিশ সুপার তালা সার্কেল মোঃ হাসানুর রহমান কে গোপালগঞ্জ জেলায় সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে বদলি হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মুকিত হাসান খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী।