তালা প্রতিনিধি: তালা টেকনিক্যাল কলেজ এমপিওভুক্ত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন খলিলনগর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তিতুসহ ইউনিয়নবাসী। গত ২৩ অক্টোবর ২০১৯ তারিখ তালা টেকনিক্যাল কলেজটির এমপিওভূক্তি ঘোষণা করা হয়।তালা টেকনিক্যাল কলেজটি গত ২০০৫ সালে প্রতিষ্ঠা পায়। প্রতিষ্ঠার পর হতে কলেজটি তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। মোট ৪টি ক্যাটাগরির উপর নির্ভর করে প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করা হয়েছে। এরমধ্যে প্রতিষ্ঠানের বয়স, ভতিকৃত শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা এবং পাশের হার। উক্ত কলেজটির ৩ বৎসরের ফলাফল তুলে ধরা হলো। গত ২০১৭ সালে ৯৫ জনের মধ্যে পাশ করে ৫৯জন এবং জিপিএ-৫ একজন, ২০১৮ সালে ১৪০ জনের মধ্যে পাশ করেছে ১১১জন জিপিএ-৫ একজন এবং ২০১৯ সালে ৫২ জনের মধ্যে পাশ করেছে ৪২ জন। ক্যাটাগরির সকল বিষয়ে তালা টেকনিক্যাল কলেজ কৃতকার্য হয়। যার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার কর্তৃক ২৩ অক্টোবর ঘোষিত ২৭৩০টি এমপিও ভুক্ত তালিকার মধ্যে তালা টেকনিক্যাল কলেজ ২৬৫ নং সিরিয়ালে আছে। উক্ত কলেজে বর্তমানে মোট শিক্ষক সংখ্যা ৭জন এবং কর্মচারীর সংখ্যা ৬ জন। পদ খালী আছে ৩টি। কলেজটি সাফল্যে তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এমপিও ভুক্ত ঘোষনা হয়েছে বলে মনে করেন এলাকাবাসি। উক্তকলেজটি এমপিও ভুক্ত করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তালা খলিলনগর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তিতু,তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারী সাংবাদিক আকবর হোসেনসহ এলাকাবাসি।
এ বিষয়ে, খলিলনগর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তিতু বলেন, আমাদের অনেকদিনের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত কলেজটির এমপিওভুক্তি ঘোষনা করেছেন। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং উক্ত কলেজটি যেন তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে তার জন্য কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষক মন্ডলীকে আরও আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করছি। এ বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জমিদাতা হাফিজুর রহমান বলেন, আমিসহ সকল শিক্ষক মন্ডলী, ম্যানিজং কমিটির সভাপতিসহ সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্ঠার ফলে কলেজটিকে এমপিও ভুক্ত করা হয়েছে। এইজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।