
নজরুল ইসলাম, তালা: আগত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে নিয়ে তালা উপজেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় তেঁতুলিয়া হাসেমী বাড়ি চত্বরে উপজেলা জাপার সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা জাপার সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় তালা উপজেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী সাবেকমন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখ্ত। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা মো. আরশাফুল আলম, সহ- সভাপতি এড. জিল্লুর রহমান, মাষ্টার আব্দুল আজিজ, মো. জামাল উদ্দীন মোড়ল, অধ্যাপক আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, সাংবাদিক এসএম জাহাঙ্গীর, অধ্যাপক আবু বক্কার গাজী, জাপানেতা মো. আব্দুস সালাম খান, মো. আব্দুল মজিদ গোলদার, প্রভাষক কামরুল ইসলাম, সেতু পরিচালক মো. আবুল হোসেন, ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান জোয়াদ্দার, মো. আজাদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা,এসএম তকিম উদ্দীন, মো. আবুল কাশেম শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল রহমান, ডাক্তার আবুল বাশার, বি এম বাবলুর রহমান, কাজী আরিফুল হক বুলু, যুগ্ম দপ্তর ও প্রচার সম্পাদক মো. আব্দুল লতিফ শেখ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, কৃষি বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম খাঁ, সাহিত্য ক্রীড়া সম্পদক মো. আসাদুজ্জামান মোড়ল, যুগ্ম ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক শেখ মাসুদ হাসান মনি, যুগ্ম এনজিও বিষয়ক সম্পাদক নিগার সুলতানা নিপা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মোল্লা, যুগ্ম ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহজাহান আলী সরদার। মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. হাশেম আলী গাজী, শ্রমিকপার্টির নেতা মো. শহিদুল ইসলাম, মো. আশিকুর রহমান মিলন, যুব বিষয়ক সম্পাদক, এসএম তকিম উদ্দীন, মো. আমিনুর রহমান, সাহিনুর রহমান, মো. সিদ্দিক মোড়ল, সহযোগী সম্পাদক লিটন হুসাইন, শেখ ইকবল হোসেন, জাতীয়ছাত্র সমাজ সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক ইউনুস আলী সরদার প্রমুখ। এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত বলেন, আওয়ামী লীগ বিএনপি সাংঘর্ষিক অবস্থানে আছে, দুই দল আক্রমাত্মক অবস্থান নিয়েছে যেকোনো সময় সংঘর্ষ বাধতে পারে, যেকোনো সময় দেশে ভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টিহতে পারে। এই সকল সমস্যা সমাধান করতে পারে এক মাত্র জাতীয় পার্টি।দুই দল দেশকে কলঙ্কিত করছে বহির্বিশ্বে দেশকে দুর্নীতি বাজ দেশ হিসেবে পরিচিত করছে।দেশে দুই দল নৈরাজ্য হানাহানি করে সাধারণ মানুষের মাঝে রক্তাক্ত পরিবেশ সৃষ্টি করেছেন তা আগামীতে জাতীয় পার্টি নিরসন করবে। আগত সংসদ নির্বাচনে এমপি প্রার্থী দিদার বখ্ত এবং সাংবাদিক এস এম নজরুল ইসলাম কে উপজেলা নির্বাচনে বিজয়ী করতে তালা উপজেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ভাবে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।